Published : Saturday, 18 January, 2025 at 11:33 AM
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। শনিবার (১৮ জানুয়ারি) সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে শহরটির বাতাসের মাণ।
সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা।
একই সময়ে ৪৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ২৯০ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের শহর কলকাতা, ২০১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার কামপালা শহরের স্কোর ১৯৫।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।