Published : Friday, 17 January, 2025 at 11:59 PM, Update: 18.01.2025 12:46:16 AM
সুদীর্ঘ প্রায় ১৫ বছর পর প্রকাশ্যে সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন ঘিরে তাই দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। সর্বত্রই এখন বিরাজ করছে সাজ সাজ রব।
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্মেলন থেকে তিনি দেশের শাসন ব্যবস্থা নিয়ে চলমান সংস্কার ও আগামী নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলেই আশা করছেন দলীয় নেতাকর্মীরা।
এদিকে দীর্ঘ দিনপর প্রকাশ্যে এত বড় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় এখানে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে আশা করছে দলটি। ফলে এ সম্মেলন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সম্মেলন ঘিরে থাকছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহীতে জামায়াতের সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ১৫ বছর পর আবারও রাজশাহীতে সমাবেশ করতে যাচ্ছে এ দলটি।