রাজধানীর এনসিটিবি ভবনের সামনে গত বুধবার পাহাড়ি ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় আটক ২ জনসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে এক ভুক্তভোগী।
শুক্রবার (১৭ জানুয়ারি) মতিঝিল থানায় এ মামলা করেন পাহাড় ছাত্র পরিষদের সভাপতি জগদীশ চাকমা।
মামলার এজাহারে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৩০০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, ঘটনার দিন পাহাড়ি ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে জাতীয় পতাকা বাঁধা স্ট্যাম্প, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ হামলা করে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি জঙ্গি সংগঠনের নেতা-কর্মীরা। এতে মিছিলে অংশ নেয়া ১৫ জন গুরুতর আহত হয়।
এক বিবৃতিতে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেয়ার প্রতিবাদে রাস্তায় নামা আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা ও বৃহস্পতিবার সচিবালয়ে যাওয়ার পথে ছাত্রদের ওপর পুলিশের জলকামান ও লাঠিপেটার ঘটনায় নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম কমিশন। ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে, বৃহস্পতিবার সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রদের মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী মনোভাব এ সরকারের আমলেও দেখা যাচ্ছে।
স্বাধীনতার পর থেকে কোনো সরকারই পাহাড়িদের আদিবাসী বলতে চায়নি। তাদের জোর করে বাঙালি বানানো যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি তাদের। আন্দোলনরতদের ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান বক্তারা।
সমাবেশে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, আদিবাসী মানে আদি থেকে বসবাসরত জাতি নয়, বরং আলাদা বৈশিষ্ট্যধারী জনগোষ্ঠীকেই বলা হয়। তাই বিচ্ছিন্নতাবাদের যুক্তিতে আদিবাসী শব্দ ব্যবহার না করা বোকামি।