Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি ■ ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির ■ বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার ■ জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রেস উইং ■ দুই দেশের জনগণের জন্য কল্যাণকর সম্পর্ক চায় ভারত ■ গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন ■ অন্তর্বর্তী সরকারকে প্রশংসা করলো হিউম্যান রাইটস ওয়াচ
অন্তর্বর্তী সরকারকে প্রশংসা করলো হিউম্যান রাইটস ওয়াচ
Published : Friday, 17 January, 2025 at 7:20 PM

 তদন্ত করে বিচারের প্রতিশ্রুতির দেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ

তদন্ত করে বিচারের প্রতিশ্রুতির দেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় ঘটা গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতির দেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণে এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

প্রতিবেদনটির ৫৪৬ পৃষ্ঠার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় ঘটা গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতির দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করা হয়। সেই সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

এ বিষয়ে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে। তবে, আন্তর্জাতিক সহায়তা ও গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া এই অগ্রগতি স্থায়ী নাও হতে পারে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঘোষণাপত্র তৈরিতে ঐক্যমতে পৌঁছেছে দলগুলো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up