স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল ইনটেলিজেন্স এজেন্সি–ডিজিএফআই ও এনএসআই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
প্রেস সচিব বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা সারা দেশ পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আমরা আলোচনায় বসব।’
তিনি বলেন, স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল ইনটেলিজেন্স এজেন্সি–ডিজিএফআই ও এনএসআই।
শফিকুল আলম বলেন, ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী সিস্টেম তৈরি না হয়, সে জন্য যেসব এডিটোরিয়াল রিপোর্টার ফ্যাসিবাদী বয়ান দিত তাদের বের করা উচিত।
সাংবাদিকদের যথার্থ বেতন না দেয়ার বিষয়ে বেসিক ও ন্যূনতম বেতন নির্ধারণ করতে তাগিদ দিয়ে তিনি বলেন, কপিরাইট এনফোর্সমেন্ট না থাকার কারণেও বেতন কম পাচ্ছেন সাংবাদিকরা।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনার চোরতন্ত্রের অনেকগুলো পিলার ছিল। এরমধ্যে অন্যতম ছিলেন নসরুল হামিদ বিপু। তাই রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের নাম পরিবর্তন করা যায় কি না, সেটা আপনারা ভেবে দেখবেন।