Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নেপালকে ৫২ রানে অলআউট করল বাংলাদেশ ■ এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া ■ ‘চোরদের আর ভোট না দিয়ে, ভালো মানুষকে আনেন’ ■ আমরা এতোদিন ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি ■ গার্মেন্টস খাতের প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে আসেনি ■ মৌলভীবাজারে নদী-বাঁধ সংস্কার, দুশ্চিন্তায় ভারতের ত্রিপুরা ■ রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি
শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ
Published : Friday, 17 January, 2025 at 3:59 PM

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত তো শেখ পরিবারের। তাই সেখানকার এমপি হওয়ার পরও টিউলিপ দুর্নীতিতে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধাদের সবচেয়ে বেশি অপমানিত করেছে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলনামূলক কম। দলটির ভেতর রাজনৈতিক উন্নয়নের কথা নেই। তারা মনে করতো তাদের রাজনীতি বাইরে গেলেই সবাই অপরাধী।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নি টিউলিপ ৫০০ কোটি ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এটা সুস্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না। তারা উন্নয়নের নামে টাকা পাচার করেছে। এ সময় ভারত কি কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নও তোলেন তিনি।

এটিএম খালেদ হত্যার বিচার দাবি করে তিনি আরও বলেন, এতদিন চলে গেল হত্যার বিচার এখনো হয়নি কেন? এ দায় আপনাদের কৃষিবিদদেরও আছে। আমাদের সবার আছে। এরকম একজন প্রখ্যাত ছাত্রনেতা মুক্তিযোদ্ধা হত্যার বিচার হলো না, এটা অত্যন্ত কষ্টের বিষয়।

কৃষিবিদ রাশেদুল হাসান হারুনের ও জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
Friday, 17 January, 2025
যমুনায় বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up