লন্ডনে দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে খাবার নিয়ে প্রতিদিনের মতো আজও হাসপাতালে এসেছেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবায়দা রহমান।
রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তারা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে হাসপাতালে আসেন। এ সময় সংবাদিকরা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘সবাই সবার জন্য দোয়া করি।’
ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকেও তাদের সঙ্গে দেখা যায়।
এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তখন খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ-খবর জানতে চেয়েছেন।