বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আলেম সমাজকে আওয়ামী লীগ সরকার যেভাবে নির্যাতন করেছে তার নজির পৃথিবীতে কোথাও নেই।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ওলামার দলের সুসংগঠিত কর্মীসভা প্রমাণ করে বিএনপিকে ঠেকানোর আর কেউ নেই। আগামী নির্বাচনে বিএনপিকে কেউ হারাতে পারবে না। তাই আগামী দিনে ভোটের মাধ্যমে সবকিছুর জবাব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানাই।
তিনি আরও বলেন, বিএনপিকে যেকোনো ভূমিকায় বিজয়ী করতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীর্ষের প্রতীক যার হাতে থাকবে তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো।
এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগের ৮ জেলার থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।