গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে পাহাড়ি হিমবাতাসের সঙ্গে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ৯ ডিগ্রি থেকে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঘণ্টায় ৮-৯ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে।
এদিকে রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো।
সরেজমিনে দেখা গেছে, হিমালয় থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। সকাল সাতটা পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়াসহ দেখা মিলেছে সূর্যের। এদিকে বিপাকে পড়ছেন সাধারণ নিম্ন আয়ের মানুষরা। অপরদিকে শীত উপেক্ষা করে সকাল সকাল কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তবে সকাল ৯টার পর পুরোপুরি দেখা মিলেছে সূর্যের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে জানুয়ারি মাস জুড়ে আরও কয়েকটা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।