Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হলেন ৩৩ কর্মকর্তা ■ এবার উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার ■ ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্‌ ■ মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না ■ চারদিনেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল, প্রাণহানি বেড়ে ১০ ■ ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ ■ ঢামেকে এখনও গণঅভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশ
‘বিষাক্ত মদ’ পানে ৪ জনের মৃত্যু
Published : Friday, 10 January, 2025 at 9:58 AM

 মদ পানে মৃত চার ব্যক্তির মধ্যে তিনজন

মদ পানে মৃত চার ব্যক্তির মধ্যে তিনজন

রাজশাহীর মোহনপুরে ‘বিষাক্ত মদ’ পানে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাত পর্যন্ত মারা গেছেন চারজন। তাদের দুইজন হাসপাতালের বাইরে ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন। 

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০), করিশা গ্রামের মো. জুয়েল (৩৫) এবং নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের বাসিন্দা আতোয়ার হোসেন (৩৫)।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর কাচারিপাড়ার আকবর আলী (৪৩), দুর্গাপুর শাহপাড়া গ্রামের মো. ফিরোজ (২৬), দুর্গাপুর মোন্নাপাড়া গ্রামের মো. পিন্টু (২৫) ও দুর্গাপুর খাঁ পাড়া গ্রামের মো. মোনায়েম (২৫)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র সংকর কে বিশ্বাস বলেন, তারা চুলাই মদ পানের পর অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর দুইজন মারা যান। আর হাসপাতালে পৌঁছার আগে দুইজন মারা যান।

এ ছাড়া যে চারজন চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা স্থিতিশীল। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, তারা ৭ একসঙ্গে মদ পান করেছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। অন্যদের সঙ্গে তারাও পান করেছিলেন। তাদের মধ্যে মারা গেছেন তিনজন। এছাড়া নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা নিহত আতোয়ার বাকিদের সঙ্গে মদ পান করেছিলেন কি-না তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে বুধবার রাত ১২টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, মদ পানে মারা যাওয়া মোন্তাজ আলীর ছেলে মাসুম রানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
‘বিষাক্ত মদ’ পানে ৪ জনের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 January, 2025
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
পাবনা প্রতিনিধি
Saturday, 16 November, 2024
ফেসবুকে পরিচয় থেকে বিয়ে অতপর...
বগুড়া প্রতিনিধি
Tuesday, 29 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up