Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ অভিনেত্রী নিপুণ পুলিশ হেফাজতে ■ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ■ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ■ টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ ছুটির দিনের ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর' ■ ‘বিষাক্ত মদ’ পানে ৪ জনের মৃত্যু ■ এইচএমপি ভাইরাস, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি
গুচ্ছ ধরে রাখতে ফের বৈঠক, যা জানা যাচ্ছে
Published : Friday, 10 January, 2025 at 12:10 AM, Update: 10.01.2025 12:30:57 AM

গুচ্ছ ধরে রাখতে ফের বৈঠক, যা জানা যাচ্ছে

গুচ্ছ ধরে রাখতে ফের বৈঠক, যা জানা যাচ্ছে

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আহ্বানে একটি সভা অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেয়া ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।

তবে সভায় আগামী শিক্ষাবর্ষে গুচ্ছের তারিখ কিংবা পদ্ধতিগত কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। ভবিষ্যৎ নিয়েও তেমন কোনো অগ্রগতির কথা জানতে পারেনি ইউজিসি। 

জানতে চাইলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আজকের মিটিংয়ে গুচ্ছ বের হতে চাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ইউজিসি থেকে অনুরোধ করা হয়েছে। ভিসিরাও বলেছেন, তারা তাদের বিশ্ববিদ্যালয়ের ফোরামে ইউজিসির অনুরোধকে তুলে ধরবেন।’

অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, সভায় গুচ্ছ পরীক্ষার সম্ভাব্য তারিখ কিংবা কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করতে পারিনি। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে। 

বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে থাকার জন্য এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকেও অনুরোধ করা হয়েছে। উপাচার্যরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় অনুরোধ করলেও তারা শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টিকে তারা পুনর্বিবেচনা করবেন বলেও জানিয়েছেন।

ইউজিসি ও গুচ্ছ ভর্তি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে একাধিকবার সভা করেছেন উপাচার্যরা। এর আগের সভায় বেশ কিছু শর্তে ২১টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে ইতিবাচক মনোভাব পোষণ করেছে। 

তবে বেশকিছু কারণে গুচ্ছে থাকতে চাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিন/চারটি বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। 

এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ওই সূত্রের তথ্য অনুযায়ী, জগন্নাথ, খুলনা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়গুলো যেন গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেজন্য ইউজিসির পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। ইউজিসির পাবলিক ডিভিশন থেকে এ সভা আহ্বান করা হয়েছে।

অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ আরো বলেন, আগামী ১৬ জানুয়ারি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাইগ্রেশনের কার্যক্রম শেষ হবে। আর আগামী ১৩ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের আরেকটি মিটিং হবে। সেখানে গুচ্ছ পরীক্ষার বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
গুচ্ছ ধরে রাখতে ফের বৈঠক, যা জানা যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
যে কারণে আবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 9 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up