Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ অভিনেত্রী নিপুণ পুলিশ হেফাজতে ■ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ■ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ■ টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ ছুটির দিনের ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর' ■ ‘বিষাক্ত মদ’ পানে ৪ জনের মৃত্যু ■ এইচএমপি ভাইরাস, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি
সরকারের ওপর বিশেষ মহল চাপ প্রয়োগ করছে
Published : Thursday, 9 January, 2025 at 9:11 PM, Update: 09.01.2025 9:33:07 PM

সমন্বয়ক মাহিন সরকার

সমন্বয়ক মাহিন সরকার

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকারের ওপর একটি বিশেষ মহল চাপ প্রয়োগ করছে বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তৃতায় এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।

মাহিন সরকার বলেন, বিডিআর সদস্যদের দুদিনের অবস্থান কর্মসূচির পরও আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তবে আল্টিমেটাম দেয়ার পর যোগাযোগ করে দাবি-দাওয়া যৌক্তিক বলে জানানো হয়েছে। আলোচনার জন্য সভা ডেকেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি হবে। এই শুনানির সময়সীমা অনেক বেশি দীর্ঘ। আদালতে আগুন দেয়া বিশাল ষড়যন্ত্রের অংশ। আমরা মনে করছি সরকারের ওপর একটি বিশেষ মহল চাপ প্রয়োগ করছে।
 
এ সমন্বয় বলেন, সবাইকে সংযুক্ত করে মাঠে নামতে চাই। আগামী শুক্র ও শনিবার অনলাইন এবং অফলাইনে জেলায় জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি, রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। এর পর আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে দুপুর দেড়টার দিকে বিডিআর পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ শুরু করেন। এর ফলে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়েছিল।

ভুক্তভোগী পরিবারগুলোর অন্তত ৬০০-৭০০ সদস্য শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সরকারের ওপর বিশেষ মহল চাপ প্রয়োগ করছে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 9 January, 2025
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 31 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up