Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ অভিনেত্রী নিপুণ পুলিশ হেফাজতে ■ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ■ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ■ টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ ছুটির দিনের ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর' ■ ‘বিষাক্ত মদ’ পানে ৪ জনের মৃত্যু ■ এইচএমপি ভাইরাস, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি
আপনি ভোট দিতে পারবেন, আগের মতো হবে না
Published : Thursday, 9 January, 2025 at 6:51 PM

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। যারা বাড়িতে যাবেন, ভোটারদের একটি বার্তা দেবেন, এবার আগের মতো ভোট হবে না। আপনার ভোট আপনি দিতে পারবেন। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে আগে ফেবার (কারও পক্ষ নিয়ে কাজ) না করলে চাকরি নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করত, তখন কাউকে কাউকে ফেবার করার কথা বলা হতো। ফেবার না করলে সমস্যা হতো। কিন্তু এখন ফেবার করতে গেলে অসুবিধা হবে।

তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু-সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের লক্ষ্য কোনো দল বা গোষ্ঠীকে ভোটে জেতানোর জন্য অথবা কোনো ব্যক্তি যাতে ভোটে জিততে না পারে এমনটা নয়। আমরা সেই কাজের জন্য নামিনি। মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, এটাই আমাদের প্রত্যাশা।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। যারা বাড়িতে যাবেন তারা ভোটারদের একটি বার্তা দেবেন যে, এবার আর আগের মতো ভোট হবে না।

তিনি আরও বলেন, এবার আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষ্যে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটারসহ সব ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসেন, সে লক্ষ্যে নানা প্রচার-প্রচারণা করা হবে।

সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক ও বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আপনি ভোট  দিতে পারবেন, আগের মতো হবে না
সিলেট প্রতিনিধি
Thursday, 9 January, 2025
কবে হতে পারে জাতীয় নির্বাচন, যা জানালেন সিইসি
কুমিল্লা প্রতিনিধি
Tuesday, 31 December, 2024
যুবকদের ভোটার তালিকায় আনতে চাই
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 December, 2024
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up