সাময়িক মজুতদারির জন্য চালের বাজার এখন অস্থিতিশীল বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য উদারীকরণের কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই। সাময়িক মজুতদারির জন্য চালের বাজার অস্থিতিশীল। মনিটরিং করা হচ্ছে। খুব শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে।
শেখ বশিরউদ্দীন বলেন, এ বছরের অভিজ্ঞতায় আগামী বছরের জন্য সরকারিভাবে আলু মজুত করা হবে। আগামীতে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রথমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেয়া দরকার ছিল। তা আমরা করেছি। সেটা দূর করতে ডিজিটাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি।
শেখ বশিরউদ্দীন বলেন, ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক না, ক্রয় কার্যক্রমকেও আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই। মোট ক্রয়ের ১২ হাজার কোটি টাকা থেকে দুর্নীতি কমিয়ে ১ হাজার কোটি বাঁচাতে পারলে কার্যক্রম আরও বেশি বিস্তৃত করা যাবে।
এদিকে আজ থেকে নতুন স্মার্ট কার্ডের (পরিবার কার্ড) মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের ডিলারদের মাধ্যমে পুরোপুরি স্মাট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সয়াবিন তেল ১০০ টাকা লিটার, মসুর ডাল ৬০ ও চিনি ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চলবে পুরো মাসব্যাপী। মোট স্মাট কার্ড ৬৩ লাখ। নতুন যাচাই-বাছাই করে মোট ১ কোটি কার্ড পূরণ করা হবে। তবে চাল বিক্রি বন্ধ করেছে টিসিবি।