Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরালো বিএসএফ ■ ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা ■ সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার ■ গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের ■ ন্যায়বিচারের ইঙ্গিত না পেলে ফের শাহবাগ ব্লকেডের হুঁশিয়ারি ■ অবসরে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক ■ গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান
দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের আওতায় টিউলিপ
Published : Monday, 6 January, 2025 at 10:15 PM

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ সরকারের আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়ে তদন্ত করবে একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ।

ব্রিটিশ সরকারের ইনডিপেনডেন্ট এথিকস অ্যাডভাইজর (স্ট্যান্ডার্ডস ওয়াচডগ) স্যার লাউরি ম্যাগনাস এ বিষয়ে তদন্ত করবেন বলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন।

বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার সঙ্গে টিউলিপের নাম আসার পর থেকেই যুক্তরাজ্যে তোলপাড় চলছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে– এমন দুই ব্যক্তির কাছ থেকে টিউলিপ ও তার বোনের দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার খবরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে আর্থিক খাতের দুর্নীতি বন্ধ করা টিউলিপের দায়িত্বের মধ্যেই পড়ে। সেখানে টিউলিপের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি উঠেছে।

ডেইলি মেইল লিখেছে, লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেইট আসনের এমপি টিউলিপ তার নির্বাচনী এলাকায় একটি ফ্ল্যাট ব্যবহার করতেন, যেটা তার ছোট বোন আজমিনাকে ‘উপহার’ দিয়েছিলেন মঈন গণি নামের এক আইনজীবী, যিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবিও আছে।

আর টিউলিপ নিজে লন্ডনের ‘কিংস ক্রস’ এলাকায় একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন আবদুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে, যার বর্তমান মূল্য ৭ লাখ পাউন্ড। মোতালিফের সঙ্গেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের যোগসূত্র থাকার খবর এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যমে।

এসব সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে টিউলিপের স্বচ্ছতা নিশ্চিত করা উচিৎ কিনা, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে এমন প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

জবাবে স্টারমার বলেন, তিনি স্যার লাউরিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে বলেছেন।

নিজ দলের এমপির পক্ষে সাফাই গেয়ে লেবার পার্টির নেতা স্টারমার বলেন, রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়ে টিউলিপ সিদ্দিকি ঠিক কাজটিই করেছেন।… টিউলিপ এবং এই তদন্ত প্রক্রিয়ার ওপর আমাদের আস্থা রয়েছে।

স্টারমারের মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধীদলীয় এমপি ম্যাট ভিকার্স। তিনি বলেন, এসব কথাবার্তার মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সরকারের কেলেঙ্কারি ঢাকার চেষ্টা করছেন।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২০১৩ সালে তিনি রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন। বাজারদরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে তিনি ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড (প্রায় ৫৭ হাজার কোটি টাকা) ‘আত্মসাৎ’ করেছেন।

ব্রিটেনের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রোপ্রাইটি অ্যান্ড ইথিকস দলের একজন ওই অভিযোগ নিয়ে ইতোমধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদও করেছে। সেখানে ওই অভিযোগকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলেছেন শেখ হাসিনার ভাগ্নি।

রোববার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, কিংস ক্রসের ফ্ল্যাট নিয়ে দুই বছর আগে ‘অসত্য তথ্য দিয়েছিলেন’ টিউলিপ সিদ্দিক। বলেছিলেন, তার বাবা-মা ওই ফ্ল্যাট তাকে কিনে দিয়েছেন।

কিন্তু এখন লেবার পার্টির সূত্রগুলো নিশ্চিত করেছে যে, দুই রুমের ফ্ল্যাটটি এক আবাসন ব্যবসায়ী ‘কৃতজ্ঞতার নিদর্শন’ হিসেবে টিউলিপকে উপহার হিসেবে দিয়েছিলেন।

টিউলিপের একজন মুখপাত্র অবশ্য দাবি করেছেন, ওই ফ্ল্যাট বা তার কোনো সম্পত্তির সঙ্গে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো যোগসূত্র থাকার কথা কেউ বললে তা হবে একেবারেই ‘ভুল’।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ধূমপানে নতুন আইন, জরিমানা হতে পারে ৩০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 1 January, 2025
বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
আর্ন্তজাতিক ডেস্ক
Tuesday, 24 December, 2024
পদত্যাগ করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 5 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up