Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরালো বিএসএফ ■ ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা ■ সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার ■ গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের ■ ন্যায়বিচারের ইঙ্গিত না পেলে ফের শাহবাগ ব্লকেডের হুঁশিয়ারি ■ অবসরে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক ■ গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ফেব্রুয়ারিতে কার্যক্রম
Published : Monday, 6 January, 2025 at 7:58 PM

জুলাই গণ-অভ্যুত্থান

জুলাই গণ-অভ্যুত্থান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের এ মাস থেকেই পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা দেয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (০৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আহতদের ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি শহীদ পরিবার ৩০ লাখ ও আহতরা ৫/৩/২ লাখ টাকা করে পাবেন। জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেয়া হবে, যা আগামী সপ্তাহ থেকেই দেয়া শুরু হবে।

নাহিদ ইসলাম আরো বলেন, শহীদ পরিবারকে এ মাসে ১০ লাখ টাকা করে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে দেয়া হবে।

আগামী অর্থবছরের শুরুতে জুলাই মাসে বাকি ২০ লাখ টাকা দেয়া হবে। এ ছাড়া মাসিক ভাতা আগামী অর্থ বছরের জুলাই থেকে দেয়া হবে। পাবেন শহীদ পরিবার ও গুরুতর আহতরা। ২০০ জন গুরুতর আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বচ্ছতার সঙ্গে শহীদদের তালিকা করা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়ারা ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন। জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে। আর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা সরকারিভাবে যেকোনো সরকারের সময়েই যেন সুবিধা পান সেজন্য জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। পরবর্তীতেও তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
ডিবির হারুনের আয়কর নথি জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
একনেকে উঠছে ৪৪০১ কোটি টাকার ১০ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up