Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৬ ব্যাংকে টাস্কফোর্সের অনুসন্ধান শুরু ■ ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস ■ শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত ■ একনেকে উঠছে ৪৪০১ কোটি টাকার ১০ প্রকল্প ■ বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ■ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া ■ শেখ হাসিনাসহ পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব তলব
বিসিবি থেকে সরে যাওয়ার ইঙ্গিত ফাহিমের
Published : Sunday, 5 January, 2025 at 3:16 PM

নাজমুল আবেদিন ফাহিম

নাজমুল আবেদিন ফাহিম

৫ অগাস্ট পরবর্তী সময়ে ঘটনাচক্রে বিসিবির পরিচালক হওয়া নাজমুল আবেদিন ফাহিম দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে নেতিবাচক অবস্থানে চলে গেছেন। কাজে বাধা আসলে আর দায়িত্বে থাকতে চান না বলে জানিয়ছেন তিনি।

তবে কাজে বাধা এসেছে কিনা তা স্পষ্ট করেননি এই সাবেক কোচ ও বর্তমান সংগঠক।

আওয়ামীলীগ সরকারের পতনের পর ক্রীড়া পরিষদের মনোনয়নে জালাল ইউনূস ও সাজ্জাদুল আলম ববির বদলে বিসিবিতে পরিচালক হয়ে আসেন ফাহিম ও ফারুক আহমেদ। ফারুক পরে হন সভাপতি। নতুন পরিচালক হওয়া ফাহিমকে এরপর থেকে বিসিবির গুরুত্বপূর্ণ সব বিষয়েই কথা বলতে দেখা গেছে।

সিদ্ধান্ত গ্রহণের জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয় তাকে। অনানুষ্ঠনিকভাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বও সামলাচ্ছেন ফাহিম।

এসবের মধ্যে রোববার (০৫ জানুয়ারি) একটি গণমাধ্যমে খবর বের হয় বিসিবি সভাপতি ফারুকের দুর্ব্যবহারের কারণে পদত্যাগ করতে চান ফাহিম। এই ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন,  হয়ত বলতে পারি (ওই গণমাধ্যমকে) যেভাবে প্রত্যাশা করেছিলাম সেরকম না হলে আমি সেরকম (পদত্যাগ) চিন্তা ভাবনা করব। একদম কি বলেছি সেটা এখন মনে করতে পারছি না।

তাহলে কি সেরকম পরিস্থিতি এসেছে? এই প্রশ্ন করা হলে ফাহিম জানান,   হ্যাঁ, কাজ যদি আমার সন্তোষজনক না হয় সেক্ষেত্রে হয়ত সরে যেতে পারি।'

বিসিবি সভাপতির দুর্ব্যবহার প্রসঙ্গে স্বীকার বা অস্বীকার কোন কিছুই করেননি তিনি। পুরো বিষয় এড়িয়ে গিয়ে ফাহিম বলেন,  'সব মিলিয়ে যদি যা চেয়েছিলাম না হয়, সেটা যদি অসন্তোষজনক হয় তাহলে থাকা যাবে না।।

সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও এখনই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও স্পষ্ট করেননি তিনি, 'এভাবে বলিনি, মানে বলতে চাই যে আমি যদি সন্তুষ্ট না থাকি তাহলে থাকতে চাইব না, এটা একটা অপশন খোলা থাকল।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
যে ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
Thursday, 2 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up