Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ডিসেম্বরে মূল্যস্ফীতি আরও কমেছে ■ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ■ পিপি কার্যালয় থেকে ১৯১১টি মামলার নথি গায়েব ■ ‘সমস্যা মিটে যাওয়ার’ দাবি করেছেন ফারুক আহমেদ ■ বিএসএমএমইউর চিকিৎসক-নার্সসহ ১৫ জন বরখাস্ত ■ খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার ■ স্বরাষ্ট্র সচিবকে নিয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন
বিপিএল
খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়ার ইস্যুতে যা বললেন ফারুক
Published : Wednesday, 1 January, 2025 at 3:23 PM, Update: 01.01.2025 3:30:21 PM

 বিসিবি সভাপতি ফারুক আহমেদ

বিসিবি সভাপতি ফারুক আহমেদ

বিপিএল শুরুর আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৫০ শতাংশ পূরণ করার বাধ্যবাধকতা আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এর আগেও বিপিএলে এই নিয়ম অনুসরণ করেনি অনেক দল। এবার কোন দলও টুর্নামেন্টের আগে কোন অঙ্কের পারিশ্রমিকই দেয়নি খেলোয়াড়দের। তবে এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বারবার বলার বাইরে স্পষ্ট কোন পদক্ষেপের কথা জানাতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের পরিস্থিতি বিবেচনায় তিনি জানান, এক কথায় উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব না।

বিপিএল শুরুর আগে একটি জাতীয় পত্রিকায় খবর বের হয়, টুর্নামেন্ট শুরুর আগে প্রতিশ্রুত এক টাকাও পাননি খেলোয়াড়রা। প্রথম ম্যাচের পর দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়ও স্বীকার করেন টাকা না পাওয়ার তথ্য।

বুধবার (০১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ব্যাপারে গণমাধ্যমকে ফারুক বলেন, তারা প্রতিদিনই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন,  'প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ করা, তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে। এটা আমরা করছি। আসলে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা করেন এটা (টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের অর্ধেক পারিশ্রমিক) না কেন, এটার উত্তর এক কথায় আমি দিতে পারব না। আপনাকে গত ৪ মাসের পরিস্থিতি দেখতে হবে। তার মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। ওটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি সভাপতি হিসেব তাদের সঙ্গে কথা বলছি।'

ফারুক জানান ফ্র্যাঞ্চাইজিগুলোর দিক বিবেচনা করেও তাদের সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করছেন তারা, তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। যাতে তারা অনুভব না করেবোর্ড শুধু দেখবে। তারা কিন্তু আমাদের পার্টনার।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
যে ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
Thursday, 2 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up