Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সুনীল অর্থনীতি দেশের অপার এক সম্ভাবনা ■ ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহে সুবাতাস ■ যুবকদের ভোটার তালিকায় আনতে চাই ■ সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত ■ বিএনপি নেতা গয়েশ্বরের স্ত্রী ঝর্ণা রায় আর নেই ■ ‘বিপিএলে অন্যরকম কিছু দেখিনি, কনসার্ট ছাড়া’ ■ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই
হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন
Published : Saturday, 28 December, 2024 at 12:42 PM

নিহত ফায়ার ফাইটারের কবর কিয়ারত শেষে বক্তব্য দেন রুহুল কবির রিজভী

নিহত ফায়ার ফাইটারের কবর কিয়ারত শেষে বক্তব্য দেন রুহুল কবির রিজভী

বিগত স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে অগ্নিসংযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফাইল পুড়িয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়ায় এলাকায় নিহত নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, পরাজিত স্বৈরাচারের অনেক দোসর এখনও দেশে রয়েছে। তারা আমলাতন্ত্রসহ সবক্ষেত্রে ঘাপটি মেরে আছে। আর তাদের ষড়যন্ত্র ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছে সোহানুর জামান নয়নের মত তরুণরা।

তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল সেখানে। শেখ হাসিনার পাচার করা টাকার গুরুত্বপূর্ণ নথিগুলো ধ্বংস করার একটি অপচেষ্টা এটি।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার তা ভাষায় বর্ণনা করা যাবে না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ মিলিয়ন ডলার পাচারের তদন্ত করছে সেই দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা।

তিনি বলেন, এটি তো একটিমাত্র ঘটনা পেয়েছে, এরকম অর্থ পাচারের আরও অনেক ঘটনা ধামাচাপা দিতেই সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। ফায়ার ফাইটার নয়ন সেই ষড়যন্ত্রের অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ সময় নয়নের পরিবারের সদস্যদের চাকরি দেয়াসহ পুনর্বাসন করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়নের পরিবারকে দুই লাখ টাকা অর্থ সহায়তা করেন তিনি।

পরে বিএনপির এ নেতা পরিবারের সদস্যদের নিয়ে নিহত নয়নের কবর জিয়ারত করেন। এ সময়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
‘কারা পায়ের রগ কাটে তা জনগণ জানে’
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 December, 2024
হারিছ চৌধুরীর মরদেহ হস্তান্তর, দাফন আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up