Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সাবেক সেনা কর্মকর্তা আযমীর বরখাস্তের আদেশ বাতিল ■ দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে ■ ‘নির্বাচন করতে খালেদা জিয়া-তারেকের বাধা নেই’ ■ আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ■ সংস্কার বড় স্বপ্ন, তবে মানুষকেও স্বস্তি দিতে হবে ■ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি ■ এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক
সচিবালয়ের কিছু ভবন বিদ্যুৎহীন, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত
Published : Thursday, 26 December, 2024 at 1:02 PM

সচিবালয়ে ক্ষতিগ্রস্ত ভবন

সচিবালয়ে ক্ষতিগ্রস্ত ভবন

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের কিছু কিছু ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এতে সেই ভবনগুলোতে ওঠার জন্য লিফটগুলো বন্ধ আছে। অনেক কর্মকর্তা-কর্মচারী সিঁড়ি বেয়ে উপরে উঠলেও দাপ্তরিক কাজকর্ম হচ্ছে না। তবে যেসব ভবনে বিদ্যুৎ আছে, সেগুলোতে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল বেলা ১২টা পর্যন্ত অনেক দপ্তরেই কার্যক্রম শুরু হয়নি। ক্ষতিগ্রস্ত কক্ষগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে সাত নম্বর ভবন পরিষ্কার করার কাজ চলছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) রমনা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহসীন আব্দুল্লাহ বলেন, আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে আমরা বিদ্যুৎ বিতরণ বন্ধ করেছি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পানি ছিটিয়েছেন, এতে করে অনেক কক্ষের আসবাবপত্রসহ সব কিছু ভেজা অবস্থায় রয়েছে। এতে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। তাই গণপূর্ত অধিদপ্তর পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের লোকজন এখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার পর বিদ্যুৎ লাইন পরীক্ষা-নিরীক্ষা করে আবার সংযোগ দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয় তলায় প্রথমে আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এদিকে সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তারা সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তদন্তে বেরিয়ে আসবে নাশকতা নাকি দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 December, 2024
সচিবালয়ে আগুন: আরও দুইটি তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up