Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ বাংলাদেশি নিহত ■ সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারের নির্দেশ ■ বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ ■ কাকরাইলে সাদপন্থিদের সব ধরনের জমায়েত নিষিদ্ধ ■ ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ ■ সচিবালয়ে আগুন: আরও দুইটি তদন্ত কমিটি গঠন ■ ফায়ার ফাইটার নিহত, ব্যর্থতা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বরে নয়, খালেদা জিয়ার বিদেশযাত্রা ‘জানুয়ারির প্রথমার্ধে’
Published : Wednesday, 25 December, 2024 at 10:12 PM

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

শারীরিক অবস্থার পরিবর্তনের কারণে আবারও ২৯ ডিসেম্বরের যাত্রা পিছিয়ে দিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার উদ্দেশে জানুয়ারির প্রথমার্ধে লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

বুধবার (২৫ ডিসেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান। এদিন রাত সাড়ে ৯টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন,মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে ইনশাল্লাহ জানুয়ারির প্রথমার্ধে ওনাকে ইউকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। যদিও সঠিক তারিখ এখনও পর্যন্ত নির্ধারিত হয় নাই। যথা সময়ে সেটি (নির্ধারিত তারিখ) আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৯ ডিসেম্বরের যাত্রার কথা জানিয়েছিলেন। তার আশা ছিল, সবকিছু ঠিকঠাক থাকলে ওইদিন খালেদা জিয়া লন্ডন যেতে পারেন।

অধ্যাপক জাহিদ জানান, মেডিক্যালের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিমানে সাবেক প্র্রধানমন্ত্রী লন্ডন যাবেন। তার সঙ্গে চিকিৎসকদের একটি টিম, পরিবারের কয়েকজন সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন।

খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে। সেখানে কয়েকদিন অবস্থানের পর যুক্তরাষ্ট্র যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য।

চিকিৎসকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে পূর্ব বাল্ডিমোরে বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসাও নিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

২০২৩ সালের আগস্ট মাসে এই হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডস, প্রফেসর জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও প্রফেসর আবদুল হামিদ আহমেদ আব্দুর রব ঢাকা এসে এভারকেয়ার হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা দেন। তারা বিএনপি চেয়ারপারসনের লিভারের রক্তনালীতে সফল অস্ত্রোপচার করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও দীর্ঘদিন যাবৎ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। হৃদরোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের নানা জটিলতা রয়েছে তার। ২০০২ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হৃদযন্ত্রের তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা
সিলেট প্রতিনিধি
Wednesday, 25 December, 2024
জানা গেলো কবে লন্ডনে যাচ্ছে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 December, 2024
কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
গাজীপুর প্রতিনিধি
Tuesday, 24 December, 2024
গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না
ঠাকুরগাঁও প্রতিনিধি
Tuesday, 24 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up