Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ ■ সচিবালয়ে আগুন: আরও দুইটি তদন্ত কমিটি গঠন ■ ফায়ার ফাইটার নিহত, ব্যর্থতা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ■ চোখের জলে নয়নকে বিদায় জানালো ফায়ার সার্ভিস ■ সচিবালয়ে আগুন, দোষী ব্যক্তিদের শাস্তির দাবি মির্জা ফখরুলের ■ পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের প্লট নিয়ে অনুসন্ধান শুরু ■ অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময় বেঁধে দিলো সরকার
জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান
Published : Wednesday, 25 December, 2024 at 4:59 PM

জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী ছবি এবং গ্রাফিতি অঙ্কন করে ছাত্র-জনতা। কিন্তু মঙ্গলবার দেখা মিলল ভিন্ন চিত্র। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখে রেখেছে কেউ। রয়েছে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানটিও। ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

নালিতাবাড়ী পৌরশহরের থানা সংলগ্ন দেয়ালগুলোতে গত সোমবার রাতের কোনো একসময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা গ্রাফিতি নষ্ট করেছে; এমন প্রশ্ন জনমনে। গ্রাফতির ওপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা বলছেন, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না- এমন কোনো অপশক্তিই এসব করেছে।

গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন। এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল?

শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রোমান এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা হয়তো একটি মামলা করতে পারি। তবে আমরা চাইব সরকারিভাবেই যেন একটা ব্যবস্থা নেয়া হয়।

স্থানীয় আরেক শিক্ষার্থী হাসান তৌফিক তূর্য বলেন, তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারত। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। এটা তারই প্রমাণ।

নালিতাবাড়ী থানার ওসি মো. ছানোয়ার হোসেন বলেন, ঘটনাটি সদ্য জানতে পারলাম। এ ব্যপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
গাজীপুর প্রতিনিধি
Sunday, 22 December, 2024
ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 18 December, 2024
বিএনপির দুপক্ষের গোলাগুলি, আহত ৩
নরসিংদী প্রতিনিধি
Wednesday, 18 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up