Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সচিবালয়ে আগুন, দোষী ব্যক্তিদের শাস্তির দাবি মির্জা ফখরুলের ■ পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের প্লট নিয়ে অনুসন্ধান শুরু ■ অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময় বেঁধে দিলো সরকার ■ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী ■ গাজায় ইসরায়েলি হামলায় একসঙ্গে ৫ সাংবাদিক নিহত ■ হাসিনা ও তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে আগুন ■ বাড়লো সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময়
পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ
Published : Wednesday, 25 December, 2024 at 4:51 PM

পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে নিজের বাংলাদেশি পরিচয় পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্ট কাছে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন।

বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ জানায়, ইসলামাবাদে প্রেসিডেন্ট বাসভবন ‘আইওয়ান-ই-সদর’ এ ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। হাইকমিশনার রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের চিফ অব প্রটোকল তাকে অভ্যর্থনা জানান। 

প‌রে সুসজ্জিত দৃষ্টিনন্দন অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাকে অভিবাদন মঞ্চে নিয়ে আসেন। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিণীসহ উপহাইকমিশনার ও প্রেস কাউন্সিলর উপস্থিত ছিলেন। 

প্রেসিডেন্ট হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

হাইকমিশনার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ বহুমুখী সম্পর্ক উন্নয়নে তার সদিচ্ছা ব্যক্ত করেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up