Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ডিসেম্বরে নয়, খালেদা জিয়ার বিদেশযাত্রা ‘জানুয়ারির প্রথমার্ধে’ ■ ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ ■ মিয়ানমার ফিরতে লাখো রোহিঙ্গার সমাবেশ ■ নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি ■ ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা ■ তরুণ ও বয়স্কদের কম্বিনেশনে মানবিক দেশ গড়তে হবে ■ ‘দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা’
জাহাজে ৭ খুন: লাশ হস্তান্তর, তদন্তে তিন কমিটি
Published : Tuesday, 24 December, 2024 at 11:17 PM

সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর মাঝেরচরে আল বাখেরা জাহাজে খুন হওয়া সাত জনের মধ্যে সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌ-পুলিশ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডে লাশঘরের পাশে তাদের নিথর দেহগুলো পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

এ ছাড়া পরিবারের সদস্যরা দেরিতে আসায় জাহাজের বাবুর্চি কাজী রানার লাশ কিছুটা দেরিতে হস্তান্তর করা হয়। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের কাজী দেলোয়ার হোসেনের ছেলে।

লাশ হস্তান্তরের আগে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ২০ হাজার টাকার চেক ও নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান নগদ ১০ হাজার টাকা করে প্রত্যেক পরিবারের অভিভাবকের হাতে তুলে দেন।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে সারবাহী এমভি আল বাখেরা জাহাজ থেকে সাত জনের লাশ উদ্ধার করে হাসপাতালে আনে কোস্টগার্ড ও নৌ-পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৭ জনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়। নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের তত্ত্বাবধানে ৭ জনের সুরতহাল ও ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে স্বজনরা চাঁদপুরে আসেন। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।

হত্যাকাণ্ডের শিকার হলেন জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া (৬০), সুকানি আমিনুল মুন্সী (৪০), লস্কর শেখ সবুজ (৩৫), লস্কর মাজেদুল (১৬), লস্কর সজিবুল ইসলাম (২৬), ইঞ্জিন চালক সালাউদ্দিন (৪০) ও বাবুর্চি কাজী রানা (২৪)।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিকালে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি করে দিয়েছি। কমিটি ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। আজকের মধ্যেই এ ঘটনায় মামলা হবে। এটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে তদন্ত করার জন্য বলেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে একজন বাদী হয়ে হাইমচর থানায় মামলা করবেন।

এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি ১০ কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কাজ করবেন।

সোমবার ৯৯৯-এ খবর পেয়ে চাঁদপুরের মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। এ ছাড়া গুরুতর আহত দুই জন হাসপাতালে মারা যান এবং আরও একজনকে ঢাকায় পাঠানো হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মিয়ানমার ফিরতে লাখো রোহিঙ্গার সমাবেশ
কক্সবাজার প্রতিনিধি
Wednesday, 25 December, 2024
জাহাজে ৭ খুন: লাশ হস্তান্তর, তদন্তে তিন কমিটি
চাঁদপুর প্রতিনিধি
Tuesday, 24 December, 2024
আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির পদত্যাগ
চট্টগ্রাম ব্যুরো
Sunday, 22 December, 2024
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
Friday, 20 December, 2024
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 11 December, 2024
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ
কক্সবাজার প্রতিনিধি
Wednesday, 11 December, 2024
চট্টগ্রামের কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 7 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up