Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কমলো স্বর্ণের দাম ■ বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা ■ মূল্যস্ফীতি কমছে না, ফেব্রুয়ারিতে বাজেট সংশোধন ■ বাস ও জ্বালানি ট্রাকের সংঘর্ষে নিহত ৯ ■ রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার ■ ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাস্তায় নামতে হবে ■ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে ছুটির তালিকা প্রকাশ
সাঈদ খোকনের সপরিবারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published : Monday, 23 December, 2024 at 4:00 PM

ডিএসসিসি সাবেক মেয়র সাঈদ খোকন

ডিএসসিসি সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এদিন দুদকের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট শাহানা হানিফ, সাঈদ খোকন ও জাবেদ আহমেদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। দেশের বর্তমান বাস্তবতায় শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন, জাবেদ আহমেদ ও ফারহানা সাঈদ দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।  

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আবেদনের শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।  

সাঈদ খোকন ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটির মেয়র ছিলেন। পরে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা–৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফের ৪ দিনের রিমান্ডে কামরুল-সেলিম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 18 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up