Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তেলের ট্রাকে বিস্ফোরণ, ৪শ ব্যারেল তেলসহ পুড়ল ৮ দোকান ■ শ্রীপুরে কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২ ■ সিনিয়র সচিব নাসিমুল গণিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ■ নির্বাচনে কারা আসবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ■ ‘সাধারন মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ঠিকভাবে ভোট দিতে দেয়া’ ■ শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে ■ ‘আ:লীগ প্রতিষ্ঠিত হতে চাইলে আরও একটি অভ্যুত্থান হবে’
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামি রিমান্ডে
Published : Sunday, 22 December, 2024 at 2:57 PM

তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বোরবার (২২ ডিসেম্বর) সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ করেন।

আসামিরা হলেন– রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন (২০); মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম (২২); উত্তরা ১৩ নম্বর সেক্টরের আসিফ চৌধুরী (১৯)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাউয়ম খান বলেন, বুয়েটছাত্র নিহতের ঘটনায় তিন আসামির বিরুদ্ধে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাদের শুধু লার্নার লাইসেন্স ছিল। এই লাইসেন্স দিয়ে সড়কে গাড়ি নিয়ে বের হওয়ার আইনগত কোনও সুযোগ নেই।

এর আগে, গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। মুহতাসিম বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত হন বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় মুহতাসিম তার মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়া-দাওয়া করার জন্য আসেন। তারা খাওয়া-দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সে সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিন জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান। আহত হন তার দুই সহপাঠী।

পরে তল্লাশিচৌকিতে থাকা পুলিশ সদস্যরা প্রাইভেটকারে থাকা তিন জনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, ওই প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল পাওয়া গেছে। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রেপ্তার আসামিদের ডোপ টেস্ট করা হলে তাদের মধ্যে মুবিন আল মামুন (২০) ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভ এসেছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামি রিমান্ডে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 22 December, 2024
সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
Sunday, 22 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up