অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতেই টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি, এর পেছনে রয়েছে আওয়ামী সরকারের মদদপুষ্ট সাদপন্থীরা।
রোববার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৮ সালে একইভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় সাদপন্থীরা। কিন্তু আওয়ামী লীগের সাথে যোগসাজশের কারণে বিচার হয়নি।
এসময়, হত্যাকাণ্ডের পেছনে ‘সচেতন ছাত্র সমাজ’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য একটি অংশের সম্পৃক্ততার অভিযোগ করেন জুবায়েরপন্থী শিক্ষার্থীরা। এসময় ৭ কর্মদিবসের মধ্যে আসামিদের গ্রেপ্তারসহ ৪ দফা দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম রাকিব, ইংরেজি বিভাগের আসাদুজ্জামানসহ তাবলীগের সাথী অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।