গাজীপুরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩টি টেক্সটাইলস ফ্যাক্টরি বিটি এল লি., বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কো. লি. ও আর আর ওয়াশিং লিমিটেড খোলা রাখায় শ্রমিকরা উৎপাদন কাজে যোগ দিয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরির অভ্যন্তরে নিরাপদে প্রবেশ করে কারখানার উৎপাদন কাজ শুরু করে। ফ্যাক্টরি অভ্যন্তরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেজর মোরশেদের নেতৃত্বে সেনাবাহিনীর ৬০ জন, বিজিবির ৩০ জন ও ১১০ জন পুলিশ চক্রবর্তী এলাকায় মোতায়েন রয়েছে।
আরো জানা যায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা লে-অফ প্রত্যাহারের দাবিতে ২ নং গেইটের সামনে ১০০-২০০ শ্রমিক উপস্থিত রয়েছে। এছাড়া একটি ব্যানারে মানববন্ধন করবে বলে জানা যায় এবং শ্রমিকরা ২ নং গেটে জমায়েত চলমান রেখেছে।