Published : Thursday, 19 December, 2024 at 11:10 AM
নারী এশিয়া কাপের অনূর্ধ্ব-১৯ সুপার ফোরে হেরেছে টাইগ্রেস মেয়েরা। অনূর্ধ্ব-১৯ ভারতীয় মেয়েদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮০ রান তোলে বাংলাদেশ। বিপরীতে, এশিয়ান জায়ান্টরা মাত্র ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই বড় জয় পেয়েছে।
কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দুই দল।
আগামীকাল (শুক্রবার) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে শুধু জিতলেই হবে না, অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে সুমাইয়া আক্তারের দলকে।