Published : Wednesday, 18 December, 2024 at 12:31 PM
উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে উঠানামা করছে তাপমাত্রার পারদ। আজ বুধবার সকালে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও ছিল না উত্তাপ।
সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সন্ধ্যার পরে থেকে জেলার ওপর দিয়ে হালকা হিমেল হাওয়া বয়ে যায়৷ ফলে সন্ধ্যা থেকে ঘন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বৃদ্ধি পায়। ভোর পর্যন্ত শিশির বিন্দু ও হিমেল হাওয়া স্থায়ী থাকে। বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলে সূর্যের। শুরুতে মিষ্টি রোদের স্বাদ মিললেও ধীরে ধীরে রোদ বৃদ্ধি পায়।
গত কয়েক দিন শীতের তীব্রতা বাড়ায় দূর্ভোগ বেড়েছে জেলার নিম্ন আয়ের মানুষদের৷ সবচেয়ে বেশী কষ্টে পাথর, চা ও দিনমজুর শ্রমিকদের৷ তারা সকাল বেলা শীতের কারনে সময়মতো কাজে যেতে পারছেন না। অন্যদিকে কষ্ট বেড়েছে গরীব ও শীতার্ত মানুষদের৷
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষ৷ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন,তেঁতুলিয়া সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।