Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষ, বহু আহতের আশঙ্কা ■ পাকিস্তান থেকে আসা জাহাজে যা যা রয়েছে ■ ডেঙ্গু আক্রান্ত সংখ্যা লাখ ছাড়ালো, একদিনে আরও ৩ মৃত্যু ■ দলীয় স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা করেনি পুলিশ ■ বাসচাপায় ঝরলো স্বামী-স্ত্রীসহ ৩ জনের প্রাণ ■ সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়ে তা গ্রহণযোগ্য নয় ■ ‘জনশক্তি’ নিয়ে কোনও আলোচনা হয়নি
দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন আনুষ্ঠানিকভাবে বরখাস্ত
Published : Saturday, 14 December, 2024 at 9:32 PM

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

সামরিক আইন জারি করার কারণে পার্লামেন্টের ভোটে অভিশংসিত হওয়া ইউন সুক ইওলকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে বলে তার দপ্তর জানিয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) অভিশংসনের কয়েক ঘণ্টা পর দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটেতাকে বরখাস্ত করার তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

দায়িত্ব থেকে বরখাস্ত ও রাষ্ট্র প্রধান হিসেবে তার যে ক্ষমতা ছিল তা কেড়ে নেয়া হলেও সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ না করা পর্যন্ত তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন।

দক্ষিণ কোরিয়ার সংবিধান, আইন ও প্রটোকল নির্দেশিকা অনুযায়ী ইউন কিছু ক্ষমতা হারালেও তার কিছু ক্ষমতা বজায় থাকবে।

রয়টার্স জানায়, ইউনের প্রধান সাংবিধানিক ক্ষমতা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হান দক-সুর কাছে হস্তান্তর করা হয়েছে। এসবের মধ্যে কূটনৈতিক চুক্তি, কূটনৈতিক নিয়োগ এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও একত্রিকরণ বিষয়ক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গণভোটে দেয়ার অধিকার সংরক্ষণ করবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

ইউন সামরিক আইন জারির ও কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এক ক্ষমতা, সামরিক বাহিনীর নেতৃত্ব এবং ফৌজদারি অভিযোগের তদন্ত থেকে রেহাই পাওয়ার সুযোগ হারাবেন।

মন্ত্রিসভার সদস্যসহ সরকারি কর্মকর্তা নিয়োগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সাংবিধানিক আদালতের তিনটি খালি পদে নিয়োগ দেওয়ার তার ক্ষমতাও স্থগিত থাকবে।

তার এসব ক্ষমতা স্থগিত হলেও প্রেসিডেন্ট হিসেবে থেকে যাওয়ার কারণে তার সরকারি বাসভবনও থাকবে। প্রেসিডেন্টের গাড়িবহর, বিমান ও প্রেসিডেন্ট হিসেবে পাওয়া নিরাপত্তা ব্যবহার করতে পারবেন তিনি।

ইউন প্রেসিডেন্ট হিসেবে তার বার্ষিক এক লাখ ৭০ হাজার ডলার বেতনও তুলতে পারবেন।

যদি ইউন শেষ পর্যন্ত প্রেসিডেন্টের পদ হারান তাহলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে যেসব সুবিধা তার পাওয়ার কথা ছিল সেগুলো আর পাবেন না। এসব সুবিধার মধ্যে তার বেতনের প্রায় ৯৫ শতাংশ পেনশন হিসেবে পাওয়া ও সরকারি খরচে সর্বোচ্চ চারজন কর্মী রাখার সুযোগ ছিল।

তবে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নিরাপত্তা সু্রক্ষা পাবেন তিনি। কিন্তু তার ব্যক্তিগত দপ্তর, যানবাহন এবং তার ও তার পরিবারের চিকিৎসা খরচ আর পাবেন না।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অভিশংসিত হলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 14 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up