Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ■ ‘বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি ১/১১ গঠনের ইঙ্গিত’ ■ রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ারবহির্ভূত ■ বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক দাবি বার সভাপতি ■ ৬ মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা ■ ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে ■ গ্রিন কার্ডের আবেদন করতে লাগছে না করোনা টিকার সনদ
সাংবাদিক মেরে ভিজিটিং কার্ড দিয়ে গেলেন বিএনপি নেতা!
Published : Saturday, 14 December, 2024 at 10:01 AM

সাংবাদিক মেরে ভিজিটিং কার্ড দিয়ে গেলেন বিএনপি নেতা!

সাংবাদিক মেরে ভিজিটিং কার্ড দিয়ে গেলেন বিএনপি নেতা!

বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মূলত তিনি বাস ভাঙচুরের প্রতিবাদ করায় সাংবাদিক মিনহাজ আমানকে মারধর করেন। এই ঘটনায় ইকবাল হোসেনকে এমন শাস্তি দিয়েছেন বিএনপি। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

এতে বলা হয়, ইকবাল হোসেন দলবল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন, যা দলের শৃঙ্খলা পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইকবালকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় অনুসারীদের নিয়ে বাস ভাঙচুরের পর চালককে মারধর করেন ইকবাল। তখন প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হন বাসযাত্রী সাংবাদিক মিনহাজ। মারধরের শিকার হন বাসটির চালক মো. নয়নও।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয় আসিয়ান পরিবহনের একটি বাস। সায়েদাবাদ এলাকায় যানজটে গাড়ির সামনে হঠাৎ একটি মোটরসাইকেল এসে থামলে দ্রুত ব্রেক করেন চালক। এতে গাড়িতে থাকা যাত্রীদের ঝাঁকুনি লাগে। এ নিয়ে ওই বিএনপি নেতা চালককে ধমক দেন। তখন চালক পাল্টা তর্কে জড়ালে বিএনপি নেতা চালককে দেখে নেওয়ার হুমকি দেন। 

এরপর গাড়িটি সানারপাড় এলাকায় এলে আগে থেকেই সেখানে অপেক্ষমাণ ৩০ থেকে ৩৫ জন লোক গাড়িটির গতিরোধ করে ভাঙচুর করেন। পরে তারা চালককে গাড়ি থেকে নামিয়ে এনে মারধর করেন। সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করে ইকবালের অনুসারীরা।

এ সময় লোকজন জড়ো হলে ইকবাল তার একটা ভিজিটিং কার্ড দিয়ে বলেন, তোর বাপেগরে জানাইস কে পিটাইছে।’ এরপর কর্মী বাহিনী নিয়ে স্থান ত্যাগ করেন ইকবাল।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
 খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 January, 2025
যে কারণে হাসপাতালে বাবর
নিজস্ব প্রতিবেদক
Monday, 20 January, 2025
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 January, 2025
নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up