Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব ■ ফারুকের ওপর হামলাকারীদের ধরতে নুরের আল্টিমেটাম ■ আবু সাঈদ হত্যা: বেরোবি ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত ■ এখনো জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ ঠিক হয়নি ■ সাগর পথে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ ■ সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক ■ বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি
সাকিবকে নিষেধাজ্ঞা দিলো ইসিবি
Published : Friday, 13 December, 2024 at 11:06 PM

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা দিলো ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিন মাস আগে কাউন্টি ক্রিকেটে তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষায় পাশ না করায় এই শাস্তি দিয়েছে ইসিবি। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে, বাংলাদেশের শীর্ষ এই ক্রিকেটারকে এমন শাস্তি দেয়ার কথা জানাল ইসিবি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ২০ বছর ধরে ক্রিকেট খেলা সাকিব এমন পরিস্থিতিতে পড়লেন প্রথমবার।

সংস্থাটির আয়োজিত কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি।

ইসিবি জানায়, চলতি মাসের শুরুতে  লাফবারো বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে সাকিবের বোলিংয়ের পরীক্ষা নেয়া হয়। এতে তার অ্যাকশন অবৈধ বলে ধরা পড়েছে।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশপে সারের হয়ে টন্টনে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেন সাকিব। ১৩ বছর পর কাউন্টিতে ফিরে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বল করেন তিনি, নেন ৯ উইকেট। ম্যাচ চলাকালীন চাকিংয়ের জন্য কোন 'নো' ডাকা হয়নি তার বলে। 

এই ম্যাচ খেলার দুই মাস পর জানা যায় সাকিবের অ্যাকশন সন্দেহ করে রিপোর্ট জমা দিয়েছেন দুই আম্পায়ার স্টিভ ও'শনেসি ও ডেভিড মিল্নস। এরপর প্রক্রিয়া অনুযায়ী তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলে ইসিবি। চলতি মাসে ইংল্যান্ডে গিয়ে লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দেন এই তারকা। তাতে দল এসেছে বিস্ময়করভাবেই নেতিবাচক। 

কাউন্টি খেলার পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন সাকিব, ভারতের বিপক্ষে খেলেছেন দুই টেস্ট। এরপর অবসর নাটকীয়তা হয়েছে তাকে ঘিরে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আসর খেলছেন তিনি। আবুধাবি টি-১০ লিগের পর শ্রীলঙ্কায়ও এখন টি-১০ লিগে ব্যস্ত আছেন সাকিব।
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
যে ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
Thursday, 2 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up