Published : Thursday, 12 December, 2024 at 6:24 PM
স্থগিত হওয়া ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও একদিন আগে সোমবার (৯ ডিসেম্বর) তা স্থগিত ঘোষণা করে পিএসসি।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল।
পিএসসি সূত্রে জানা যায়, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়।
৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা ক্যাডার সার্ভিসে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন।