Published : Thursday, 12 December, 2024 at 10:06 AM, Update: 12.12.2024 11:50:31 AM
বাংলাদেশ ও ভারতের বৈরি সর্ম্পকের মধ্যে ভারতের অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করছে দেশটির সরকার। এবার বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান শুরু করে দিয়েছে দেশটির পুলিশ।
বুধবার নয়াদিল্লি পুলিশের কর্মকর্তারা শহরটির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্যে দিয়ে বিশেষ এ অভিযান শুরু করে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছে। এতে ভারতের রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেয়ার নির্দেশ দেওয়া হয়।
এই নির্দেশ পাওয়ার পর বুধবার পুলিশের একদল সদস্য ঐ এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজ-নথি যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কি না, সে বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু বলা হয়নি।
পুলিশ কর্মকর্তারা জানান, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানের কোনো নথিপত্র পাওয়া যাবে না, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।