Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিকালে যৌথসভা ডেকেছে বিএনপি ■ কারি লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প ■ দুর্নীতির মামলায় আপিলেও খালাস গিয়াস উদ্দিন মামুন ■ আরও ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ■ নির্বাচনকে বিএনপি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল ■ সরকারের সিদ্ধান্ত মাথা পেতে নেবে র‍্যাব ■ ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জুভেন্টাসের কাছে হারলো সিটি
Published : Thursday, 12 December, 2024 at 9:47 AM

জুভেন্টাসের কাছে হারলো সিটি

জুভেন্টাসের কাছে হারলো সিটি

চ্যাম্পিয়ন্স লিগে ইতালির ক্লাব জুভেন্টাসের কাছে হেরেছে ম্যানচেষ্টার সিটি।  আলিয়াঞ্জ স্টেডিয়াম তুরিনের ক্লাবটির কাছে ২-০ গোলে হেরেছে তারা।  জুভেন্টাসের হয়ে গোল করেন দুসান ভ্লাহোভিচ এবং ওয়েসটন ম্যাককেনিয়ে। 

এই হারের চলমান চ্যাম্পিয়ন্স লিগে সিটির যাত্রা পরের রাউন্ডে যাওয়ার জন্য কঠিন হয়ে পড়েছে। সিটি এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ২টি জয় পেয়েছে, ২টি ম্যাচে পরাজিত হয়েছে এবং বাকি ২টি ম্যাচে ড্র করেছে। 

এর ফলে সিটির পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ৮, যা তাদের অবস্থানকে ২২ নম্বরে ঠেলে দিয়েছে। প্লে-অফে উঠতে হলে সিটিকে অন্তত ২৪ পয়েন্ট অর্জন করতে হবে এবং ২৪-এর মধ্যে জায়গা নিতে হবে। এই জয়ে ৬ ম্যাচে ৩টি জয় পেয়েছে জুভেন্টাস। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে তারা ১৪ নম্বরে।

জুভেস্টাসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়াম। ম্যাচের শুরু থেকে দারুণ খেলতে থাকে স্বাগতিকরা। অন্যদিকে এ দিনের সিটিও কম যায়নি। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছিল। তারা বারবার জুভেন্টাসের ডি-বক্সে ঢুকে আক্রমণ শানিয়েছে, কিন্তু কোনো গোল করতে পারেনি।

খেলার ৪০ মিনিটে এগিয়ে যেতে পারতো সিটি। একা বল পেয়ে গোল করতে পারেনি সিটির নরওয়ের স্ট্রাইকার আর্লি বট হালান্ড। জুভেন্টাসের গোলরক্ষক মিচেলে ডি গ্রেগেরিও বেশ দুর্দান্তভাবে গোলটি রুখে দেন। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ব্যবধানে। 

বিরতির পর খেলার ফরমেশন পরির্বতন করে জুভেন্টাস। যার ফলও পায় খেলার ৫৩ মিনিটে। মধ্য মাঠ থেকে জুভেন্টাসের টার্কিশ ফরোয়ার্ড কেনান ইলদিজের বাড়ানো গোল করে দলকে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। স্কোরলাইন দাঁড়ায় (১-০)। 

পিছিয়ে পড়ে ব্যবধান কমানোর চেষ্টা করে সিটি। তাতে অবশ্য লাভ হয়নি। খেলার ৭৫ মিনিটে জুভেন্টাসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনিয়ে। টিমোথি উইয়াহর দারুণ পাসে একটি চমৎকার ভলিতে গোলটি করেন তিনি। তাতে জুভেন্টাসের স্কোরলাইন হয় (২-০)। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বার্সেলোনার রোমাঞ্চকর জয়
ক্রীড়া ডেস্ক
Thursday, 12 December, 2024
জুভেন্টাসের কাছে হারলো সিটি
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 12 December, 2024
বায়ার্ন মিউনিখের বড় জয়
ক্রীড়া ডেস্ক
Wednesday, 11 December, 2024
রোনালদোর জোড়া গোলে জিতল আল নাসর
ক্রীড়া ডেস্ক
Saturday, 30 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up