Published : Wednesday, 11 December, 2024 at 11:26 AM
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। সেখানে বসে নানা সময়ে নানা রকম কথা বলছেন। এই সকল বিষয় বিবেচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি তা দিল্লির কাছে বিকিয়ে দেবো না। দিল্লির শাসকদের বলছি, লেডি ফেরাউনকে তারা সমর্থন দিয়েছেন।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লংমার্চ শুরুর আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র থাকুক তা চায় না। ওরা চট্টগ্রাম দখল করতে এলে আমরা আমলকি খাবো না। ভারত চট্টগ্রাম দাবি করলে আমরা তাদের কাছে বাংলা-বিহার-উডিষ্যা দাবি করবো।
তিনি আরো বলেন, জয় বাংলা স্লোগান বিচারাধীন তবে ব্যক্তিগত অভিমত হলো বাংলা নামে পশ্চিমবঙ্গের একটি জেলা আছে, জয় বাংলা বললে তাদের স্লোগান বোঝায়; তাই আমরা পুরো বাংলাদেশ বলতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।