Published : Wednesday, 11 December, 2024 at 10:39 AM
চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার তারা ইতালিয়ান ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে। টানা দুই ম্যাচ হারের পর তারা জিতেছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের গোলে।
নতুন চ্যাম্পিয়নস লিগে সিরি আর শীর্ষ দলকে প্রথম হারের স্বাদ দিলো মাদ্রিদ। দশম মিনিটে বক্সের মধ্যে থেকে এমবাপ্পের শট তাদেরকে এগিয়ে দেয়। ফরাসি ফরোয়ার্ড পরে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।
পেছন থেকে সিড কোলাসিনাচকে অরেলিয়েন শুয়োমেনি টেনে ধরলে পেনাল্টি পায় আতালান্তা। চার্লস ডি কেটেলায়ের সুযোগটা কাজে লাগিয়ে বিরতির ঠিক আগে সমতা ফেরান।
৫৬ তম মিনিটে ভিনিসিয়ুস অতিথিদের আবার লিড এনে দেন। তিন মিনিট পর বেলিংহ্যাম কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান বাড়ান। কিন্তু ৬৫তম মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে আতালান্তা দ্বিতীয় গোল করলে ম্যাচে উত্তেজনা ফেরে। শেষ পর্যন্ত রিয়াল কিপার থিবো কোর্তোয়া দারুণ কিছু সেভে রিয়ালকে বাঁচান।
দুই ম্যাচ হাতে রেখে ৩৬ দলের টেবিলে ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রিয়াল। শেষ ষোলোতে সরাসরি জায়গা পেতে শীর্ষ আটে থাকতে হবে, সেই জায়গা থেকে তিন পয়েন্ট পেছনে তারা। ছয় ম্যাচে প্রথম হারে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আতালান্তা।