Published : Tuesday, 10 December, 2024 at 11:59 PM, Update: 11.12.2024 1:40:18 AM
বিমানে উঠেই তা ছিনতাইয়ের চেষ্টা করলেন এক যাত্রী। যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য বিমানটিকে ঘুরপথে নিয়ে যাওয়ার চেষ্টাও করলেন। যাত্রীর এই কাণ্ডে হুলস্থুল গোটা বিমানে। আতঙ্কে চেঁচামেচি করতে শুরু করেন বাকি যাত্রীরা। ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে।
জানা গেছে, এল বাজিও থেকে মেক্সিকোর তিজুয়ানার দিকে যাচ্ছিল ভোলারিস ৩৪০১ বিমানটি। বিমানটি যখন মাঝ আকাশে, তখনই সেটি হাইজ্যাকের চেষ্টা করেন ওই যাত্রী। বারবার চেঁচিয়ে বলতে থাকেন, বিমানটি যুক্তরাষ্ট্রে নিয়ে চলো।
যাত্রীর এই কাণ্ডের জেরে ছুটে আসেন বিমানের ক্রু মেম্বাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ক্রু মেম্বারদের সঙ্গে ধস্তাধস্তি করছেন ওই যাত্রী। তাদের মারধরও করেন। অবশেষে বিমানটি মধ্য মেক্সিকোতে গুয়াদালাজারায় ডাইভার্ট করা হয়।
মেক্সিকোর অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমানটিকে নিরাপদে গুয়াদালাহারা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার জন্য জরুরি সহায়তা করা হয় এবং ওই যাত্রীকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
জানা গেছে, ভোলারিস ৩৪০১ বিমানের ক্রু মেম্বার ও সব যাত্রী সুরক্ষিত আছেন। কিছুক্ষণ পরই বিমানটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে।
গুয়াদালাহারা পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম মারিও এন (৩১)। সোমবার পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়, মারিও দাবি করেছেন যে, তার এক আত্মীয়কে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা তাকে হুমকি দিয়েছে যে, তিনি তিজুয়ানায় গেলে তাকে, তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করা হবে।
ভোলারিস এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সকল যাত্রী, ক্রু এবং বিমান নিরাপদে আছেন। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আমরা দুঃখিত। ভোলারিসের জন্য যাত্রী এবং ক্রুর নিরাপত্তা একটি শীর্ষ অগ্রাধিকার।’