Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আবারও বাড়ল স্বর্ণের দাম ■ বঙ্গভবনে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ■ বিসিএস পরীক্ষায় বয়স সর্বোচ্চ ৩২ করে বিধি সংশোধন ■ ১২ জেলায় নতুন পুলিশ সুপার ■ মন্ত্রণালয়ে বিস্ফোরণ, সহকর্মীদের সঙ্গে নিহত মন্ত্রী ■ সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো ■ সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব না
বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি আসাদের প্রধানমন্ত্রী
Published : Tuesday, 10 December, 2024 at 2:45 PM

এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জুলানি বিদায়ী প্রধানমন্ত্রী গাজী আল জালালির সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে বৈঠক করেছেন

এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জুলানি বিদায়ী প্রধানমন্ত্রী গাজী আল জালালির সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে বৈঠক করেছেন

সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত বাশাল আল আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি।

সোমবার (০৯ ডিসেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত সমস্ত ইসলামী জাতির বিজয়।

এদিকে আল আরাবিয়া টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বিদ্রোহী সালভেশন গভর্নমেন্ট-এর কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন। তবে আগামী মাসগুলোতে দেশটিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে দামেস্কে থাকবেন তিনি।

এর আগে বিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা গত রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে বলেন, ‘সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ১৮ মাস সময় লাগবে। নির্বাচনের আগ পর্যন্ত সিরিয়া পরিচালনা করবে অন্তর্বর্তী সরকার।’

গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। দামেস্ক থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার আল আসাদ।

আসাদ মস্কোতে পালিয়ে যাওয়ার পরপরই প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সিরিয়ার সাধারণ মানুষ। বাশারের বাবা হাফিজ আল-আসাদের মূর্তিও ভেঙে ফেলে তারা। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গাজায় ইসরায়েলি হামলায় আরো ২৮ ফিলিস্তিনি নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 12 December, 2024
আসাদের বাবার সমাধিতে বিদ্রোহীদের আগুন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 11 December, 2024
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮ ফিলিস্তিনি
আর্ন্তজাতিক ডেস্ক
Wednesday, 11 December, 2024
মেক্সিকোয় বিমান ছিনতাইয়ের চেষ্টা যাত্রীর
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 10 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up