Published : Tuesday, 10 December, 2024 at 11:33 AM
রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট হাম। ঘরের মাঠে লন্ডন স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে তারা। ওয়েস্ট হামের হয়ে গোল করেন থমাস ও জারোট। অন্যদিকে উলভারহ্যাম্পটনের হয়ে গোল পরিশোধ করেন ম্যাট।
প্রিমিয়ার লিগে বেশ কয়েক ম্যাচ ধরে জয়ের মুখ দেখতে পারছে না ওয়েস্ট হাম। অবশেষে ঘরের মাঠ থেকে এলো কাঙ্খিত সেই জয়। লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপুটে খেলতে থাকে ওয়েস্ট হাম। কয়েকদফা আক্রমণ চালিয়েও উলভারহ্যাম্পটনের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। রক্ষণ সামলিয়ে কয়েকদফা ওয়েস্ট হামের রক্ষণভাগে আক্রমণ চালায় উলভারহ্যাম্পটও। গোল পাওয়া হয়নি কোনো দলের। প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। খেলার ৫৪ মিনিটে থমাসের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম (১-০)। পিছিয়ে পড়ে সমতায় ফেরোনোর চেষ্টা করে উলভারহ্যাম্পটনও। খেলার ৬৯ মিনিটে ম্যাটের গোলে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। স্কোরলাইন হয় ১-১।
খেলার ৭২ মিনিটে জয়সূচক গোলটি করেন জারোট। তাতে স্কোলাইন দাঁড়ায় ২-১। ওই গোলের পরে আর কোনো দলই গোল আদায় করতে পারেনি। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে তুলে নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হাম।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরের ওয়েস্ট হাম। আর ৯ পয়েন্ট নিয়ে উলভারহ্যাম্পটন রয়েছে তালিকায়র তলানীর এক ধাপ ও উপরে। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।