সিরিয়ার দীর্ঘকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনকে স্বাগত জানিয়েছে পশ্চিমা বিশ্বের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়া এক পোস্টে বলেন, ‘রাষ্ট্র থেকে বর্বরতার পতন হয়েছে।’
তিনি আরো বলেন, সিরিয়ার জনগণের সাহসিকতা এবং তাদের ধৈর্য্যের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে আমি তাদের শান্তি, স্বাধীনতা এবং ঐক্যবদ্ধের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা রক্ষায় ফ্রান্স সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ‘ভালো খবর’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি সিরিয়ার রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
ওলাফ শলৎস বলেন, বাশার আল আসাদ জনগণের ওপর নিষ্ঠুর নিপিড়ন চালিয়েছে। তিনি বহু মানুষকে হত্যা করেছেন এবং অনেককে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। তাদের মধ্যে অনেকে জার্মানিতে আশ্রয় নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের উপপ্রধানমন্ত্রী অ্যাঙ্গেলা রায়নার বলেন, আসাদ সরকারের পতন হলে সেই সংবাদকে স্বাগত জানাই।
এদিকে আসাদ সরকার বিদ্রোহীদের হামলার মুখে টিকতে না পেলে আজ রোববার (৮ ডিসেম্বর) একটি বিমানে করে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে যায়। তার পলায়নের খবর প্রচারিত হওয়ার পরই হাজার হাজার সিরিয়ানরা বিজয় উল্লাসে ফেটে পড়েন।