Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৪৭তম বিসিএসের আবেদন শুরুর তারিখ জানাল পিএসসি ■ ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ■  সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতির মামলা ■ বিশ্বে ৫৪ সাংবাদিককে হত্যা, ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশের নাম ■ পরিবারসহ ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ■ তারেক রহমান কবে দেশে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল ■ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
দুদকের নিয়োগ 'প্রভাবমুক্ত করার আহ্বান' ইফতেখারুজ্জামানের
Published : Sunday, 8 December, 2024 at 2:56 PM

মানববন্ধনে অন্যদের সঙ্গে ড. ইফতেখারুজ্জামান

মানববন্ধনে অন্যদের সঙ্গে ড. ইফতেখারুজ্জামান

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে দুদকে নিয়োগের আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এমন দুদক চাই, যেখানে ব্যক্তি-দলীয় প্রভাব থাকবে না। কমিশনার নিয়োগ দলীয় প্রভাবমুক্ত হতে হবে।

রোববার (৮ ডিসেম্বর) ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪’ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবি আয়োজিত মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা এমন একটি দুর্নীতি দমন কমিশন চাই, যেখানে নেতৃত্ব থেকে শুরু করে সব পর্যায়ে কোনও প্রকার দলীয় রাজনৈতিক প্রভাব থাকবে না। বিশেষ করে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনও প্রকার দলীয় প্রভাবে যেন নিয়োগ দেওয়া না হয় সেটি নিশ্চিত করতে হবে। আমলাতান্ত্রিক সচিব এবং মহাপরিচালক যারা আছেন তাদের মধ্যে যে আমলাতন্ত্রিক আনুগত্য সেটি নির্মূল করতে হবে। এই দুইটি বিষয় সম্পূর্ণ করতে না পারলে আমাদের দুর্নীতি দমন কমিশন কখনও কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না। অবশ্যই এটির পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি নিয়ে যেসব পদক্ষেপ নিচ্ছে তার জন্য কমিশনকে ঢেলে সাজাতে হবে। দুদকের মধ্যে দুর্নীতির কারণে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল সংস্থাটি। সরকারের ওপর আস্থা আছে তারা দুর্নীতিসহ সংস্কার কাজ করতে পারবে। এই সরকারের রাজনৈতিক স্বার্থ নাই, তাই সব প্রতিষ্ঠানে এমনভাবে সংস্কার করতে হবে, যাতে পরবর্তী সরকার এই ধারা অব্যাহত রাখতে পারে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাঁড়াশি অভিযানের মাধ্যমে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্তভাবে দুর্নীতি দমন কমিশন গড়ে তুলতে হবে। এমনভাবে দুদককে সাজাতে হবে, যেন জন্ম থেকে দলীয় রাজনীতি, প্রভাবমুক্ত থাকতে পারে। পুরো সমাজ ব্যবস্থাপনায় দুর্নীতিবিরোধী চেতনা ধারণ করতে হবে বলেও যোগ করেন ড. ইফতেখারুজ্জামান।

তিনি আরও বলেন, নির্বাচনের পরও যেন এই বিরোধী চেতনার ধারাবাহিকতা থাকে। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কাজে সফলতা আসার সম্ভাবনা কম।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন আজ
দেশসংবাদ ডেস্ক
Thursday, 12 December, 2024
রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু নিয়ে শষ্কা
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 December, 2024
 ‘শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী’
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 December, 2024
ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 7 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up