Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর ■ যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না ■ দুদক সংস্কারে ৪৭ সুপারিশ ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার
বিদ্রোহীদের প্রতি ‘সহযোগিতার হাত বাড়ালেন’ সিরিয়ার প্রধানমন্ত্রী
Published : Sunday, 8 December, 2024 at 12:12 PM

সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি

সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি

বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছেড়ে পালানোর খবর পাওয়া গেলেও দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না।

এর পাশাপাশি বিদ্রোহীদের উদ্দেশ্যে তিনি ‘সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন’ বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি জানিয়েছেন, নিজের বাড়ি ছেড়ে যাওয়ার কোনও পরিকল্পনা তার নেই। দামেস্ক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে গেলেও সরকারি প্রতিষ্ঠানগুলো সচল থাকুক– এটাই তিনি চান বলে জানিয়েছে।

টানা কয়েকদিনে সিরিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি শহর থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দিয়ে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিদ্রোহীরা রোববার সিরিয়ার রাজধানী দামেস্কও দখলের কথা জানায়।

এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দুই যুগের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে সিরিয়াকে মুক্ত করারও দাবি জানায় বিদ্রোহীরা।

এমন পরিস্থিতিতে খবর আসে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

তবে প্রেসিডেন্ট দেশ ছাড়ার খবর ছড়ালেও প্রধানমন্ত্রী দেশেই থাকার কথা জানালেন। পাশাপাশি কঠিন এই সময়ে সবাইকে দেশের কথা ভাবারও আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেন, আমি সকলকে যুক্তিসঙ্গত চিন্তা করতে এবং দেশের কথা ভাবতে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমরা বিরোধীদের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছি, যারা ইতোমধ্যে তাদের হাত বাড়িয়ে দিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে তারা এই দেশের কারও ক্ষতি করবে না।

একইসঙ্গে দেশের নাগরিকদের প্রতি সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী আল-জালালি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অতীতে সরকার পতনের পর চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির যে নজির রয়েছে, তার প্রতি ইঙ্গিত করেই নাগরিকদের প্রতি এই আহ্বান জানালেন সিরীয় প্রধানমন্ত্রী।

এর আগে ২০০৩ সালে যখন যুক্তরাষ্ট্রের বাহিনী ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে ক্ষমতাচ্যুত করেছিল, তখন সেখানে অরাজক পরিস্থিতিতে রাষ্ট্রীয় সংস্থা ও সরকারি স্থাপনা লুটপাটের শিকার হয়েছিল।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 14 January, 2025
দাবানলে বেড়েছে মৃত্যু, কঠোর সর্তকতা
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 13 January, 2025
গাজায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 13 January, 2025
রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 12 January, 2025
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২১
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 11 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up