বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছেড়ে পালানোর খবর পাওয়া গেলেও দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না।
এর পাশাপাশি বিদ্রোহীদের উদ্দেশ্যে তিনি ‘সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন’ বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি জানিয়েছেন, নিজের বাড়ি ছেড়ে যাওয়ার কোনও পরিকল্পনা তার নেই। দামেস্ক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে গেলেও সরকারি প্রতিষ্ঠানগুলো সচল থাকুক– এটাই তিনি চান বলে জানিয়েছে।
টানা কয়েকদিনে সিরিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি শহর থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দিয়ে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিদ্রোহীরা রোববার সিরিয়ার রাজধানী দামেস্কও দখলের কথা জানায়।
এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দুই যুগের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে সিরিয়াকে মুক্ত করারও দাবি জানায় বিদ্রোহীরা।
এমন পরিস্থিতিতে খবর আসে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।
তবে প্রেসিডেন্ট দেশ ছাড়ার খবর ছড়ালেও প্রধানমন্ত্রী দেশেই থাকার কথা জানালেন। পাশাপাশি কঠিন এই সময়ে সবাইকে দেশের কথা ভাবারও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেন, আমি সকলকে যুক্তিসঙ্গত চিন্তা করতে এবং দেশের কথা ভাবতে আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমরা বিরোধীদের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছি, যারা ইতোমধ্যে তাদের হাত বাড়িয়ে দিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে তারা এই দেশের কারও ক্ষতি করবে না।
একইসঙ্গে দেশের নাগরিকদের প্রতি সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী আল-জালালি।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অতীতে সরকার পতনের পর চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির যে নজির রয়েছে, তার প্রতি ইঙ্গিত করেই নাগরিকদের প্রতি এই আহ্বান জানালেন সিরীয় প্রধানমন্ত্রী।
এর আগে ২০০৩ সালে যখন যুক্তরাষ্ট্রের বাহিনী ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে ক্ষমতাচ্যুত করেছিল, তখন সেখানে অরাজক পরিস্থিতিতে রাষ্ট্রীয় সংস্থা ও সরকারি স্থাপনা লুটপাটের শিকার হয়েছিল।