শিরোনাম: |
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে সাত ম্যাচ পর জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না চারবারের বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ক্রিস্টাল প্যালেসের মাঠে দুইবার পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল তারা।
শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট উদ্ধার করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে গোল করে সমতা ফেরানো ম্যানসিটির রিকো লুইস শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
দারাঘ ঝড় সত্ত্বেও শনিবার সেলহার্স্ট পার্কে হয়েছে দুই দলের খেলা। আর্দ্র আবহাওয়া ও বাতাসের বেগের মধ্যেও তুমুল লড়াই হয়েছে। গার্দিওলার সিটির হয়ে আর্লিং হাল্যান্ডও গোল করেন। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার ক্লাব চার নম্বরেই আছে। ১৬তম স্থানে প্যালেস।
চতুর্থ মিনিটে এগিয়ে যায় প্যালেস। উইল হিউজেসের পাস ধরে দূরের কোনাকুনি শটে স্তেফান ওর্তেগাকে পরাস্ত করেন ড্যানিয়েল মুনোজ। ৩০তম মিনিটে ম্যাথুস নুনেসের লম্বা ক্রসে হাল্যান্ড হেড করে লক্ষ্যভেদ করেন।
হিউজের কর্নার থেকে ৫৬তম মিনিটে প্রতিপক্ষের নজর এড়িয়ে ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স আবার প্যালেসকে এগিয়ে দেন। হারের শঙ্কায় পড়া সিটি ৬৮তম মিনিটে বার্নার্ডো সিলভার থ্রু বল ধরে লুইস চমৎকার গোল করেন।
৮৪তম মিনিটে ট্রেভহ চালোবাহকে ট্যাকল করে লুইস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে শেষ সময়টুকু ১০ জন নিয়ে খেলতে হয়েছে সিটিজেনকে।
দেশসংবাদ/এএসএম
আপনার মতামত দিন
|