শিরোনাম: |
লা লিগায় পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা। লিগের এক নম্বর দল শনিবার রিয়াল বেতিসের মাঠে ২-২ গোলে ড্র করেছে।
অথচ নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে ছিল বার্সেলোনা। বদলি নামা আসানে দিয়াও স্টপেজ টাইমে গোল করে তাদের বুক ভেঙে দেন। কোচ হিসেবে ম্যানুয়েল পেল্লেগ্রিনি ৫০০তম লা লিগা ম্যাচ স্মরণীয় করে রাখলেন।
বেতিসের মাঠে ৩৯তম মিনিটে এগিয়ে যায় বার্সা। লামিনে ইয়ামালের বানিয়ে দেওয়া বলে নিখুঁতভাবে ফিনিশিং করেন রবার্ট লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকার মৌসুমের ১৬তম লিগ গোল করেন।
বিরতির পর বেতিস গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে জিওভানি লু সেলসো সমতা ফেরান। তবে ইয়ামাল আবারও চমৎকারিত্ব দেখিয়ে কাতালান জায়ান্টদের এগিয়ে নেন। তার অ্যাসিস্টে বদলি নামা ফেরান তোরেস ৮২তম মিনিটে জাল কাঁপান।
জয় নিয়েই মাঠ ছাড়ার দোরগোড়ায় ছিল বার্সা। কিন্তু ৯৪তম মিনিটে দিয়াওয়ের ব্যাকহিল ফ্লিকে বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে উচ্ছ্বাসে মাতে বেতিস। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সা। কিন্তু দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩।
দেশসংবাদ/এএসএম
আপনার মতামত দিন
|