Published : Saturday, 7 December, 2024 at 10:11 PM
জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে অন্তর্বর্তী সরকার। যা দেশে সংঘাতময় পরিবেশ তৈরি করছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণ না পেয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের৷ আওয়ামী লীগসহ সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চান তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে জাতীয় ঐক্যের আহবানে প্রধান উপদেষ্টা বৈঠক করলেও সেখানে আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি। রাজনৈতিক অঙ্গন থেকে এভাবে অবাঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ জাতীয় পার্টির নেতাকর্মীরা।
সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার জন্য আমন্ত্রণ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন দলের নেতা কর্মীরা।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে অন্তর্বর্তী সরকার। যা দেশে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করছে।
আগামী দিনের নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চান জাতীয় পার্টি। তবে যারা গণহত্যায় দোষী তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সভা-সমাবেশ করতে না দিয়ে অবাঞ্চিত করা হচ্ছে।