দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। দেশে ডেঙ্গু রোগীর মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী এটা এক বছরের হিসেবে দ্বিতীয় সর্বাধিক সংখ্যা।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। সে হিসেবে চলতি বছরের অবস্থান দ্বিতীয়, যদিও ২০২৪ সাল এখনও শেষ হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের প্রাণ গেছে। তাদের নিয়ে চলতি বছরের ১১ মাস তিন দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে। আর নভেম্বরের প্রথম তিন দিনে মৃত্যু হলো ১৬ জনের।
সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, উত্তর সিটি করপোরেশন এবং খুলনা বিভাগের হাসপাতালে েচিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুইজন করে আর বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যু হয়েছে একজনের।
মৃতদের মধ্যে চারজন পুরুষ আর তিনজন নারী। মারা যাওয়াদের মধ্যে পাঁচ বছরের মধ্যে একটি শিশুও রয়েছে।
এখন পর্যন্ত মৃত ৫০৪ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকার বাসিন্দা ছিলেন সবচেয়ে বেশি, ২১২ জন।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৯ জন। তাদের নিয়ে মাসের প্রথম তিনদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা দুই হাজার ২১৬ জন। আর মোট রোগীর সংখ্যা ৯৩ হাজার ৬৮৫ জন।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৫৫৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ১৪ জন আর ঢাকা বিভাগের বাইরের হাসপাতালে আছেন এক হাজার ৫৪৫ জন।
মোট ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকার দুই সিটি এলাকার রোগী সংখ্যা ৩৭ হাজার ৪৩৫ জন আর ঢাকার বাইরের রোগী ৪৫ হাজার ২৫০ জন।