Published : Tuesday, 3 December, 2024 at 7:57 PM, Update: 03.12.2024 8:06:20 PM
দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যর’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপড়েনের মধ্যে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর উত্তেজনা আরও বাড়ার মধ্যে এই সিদ্ধান্ত তিনি নেন।
এর অংশ হিসেবে আগামীকাল বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই দুই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন।
তিনি বলেন, তার আগে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
“এই বৈঠকের মূল লক্ষ্য জাতীয় ঐক্য, তিনি (ড. ইউনূস) জাতীয় ঐক্যের ডাক দেবেন,” বলেন প্রেস সচিব।
ঢাকার ফরেইন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে প্রেস সচিবের সঙ্গে তার সহকর্মী আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও ছিলেন।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রেক্ষাপটে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পরপরই এই সংবাদ সম্মেলন হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে।
এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি স্বীকারও করেছিলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিত মাত্রায় নেই।
এরমধ্যে গত ২৫ নভেম্বর হিন্দু সাধু চিন্ময় ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করার পর উত্তেজনা আরও বাড়ে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি বিবৃতির পর তা রাজপথে বিক্ষোভেও গড়িয়েছে।
সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এমনই এক বিক্ষোভ থেকে বাংলাদেশ মিশনে হামলা হয়। হামলাকারীরা দূতাবাসে ভাংচুর চালানোর পাশাপাশি বাংলাদেশের পতাকাও পোড়ায়।
সেই ঘটনা নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিলেন ড. ইউনূস।