Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
সবার সঙ্গে বসছেন ড. ইউনূস, লক্ষ্য জাতীয় ঐক্য
Published : Tuesday, 3 December, 2024 at 7:57 PM, Update: 03.12.2024 8:06:20 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যর’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।  বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপড়েনের মধ্যে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর উত্তেজনা আরও বাড়ার মধ্যে এই সিদ্ধান্ত তিনি নেন। 

এর অংশ হিসেবে আগামীকাল বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই দুই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন।

তিনি বলেন, তার আগে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

“এই বৈঠকের মূল লক্ষ্য জাতীয় ঐক্য, তিনি (ড. ইউনূস) জাতীয় ঐক্যের ডাক দেবেন,” বলেন প্রেস সচিব।

ঢাকার ফরেইন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে প্রেস সচিবের সঙ্গে তার সহকর্মী আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও ছিলেন।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রেক্ষাপটে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পরপরই এই সংবাদ সম্মেলন হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে।

এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি স্বীকারও করেছিলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিত মাত্রায় নেই।

এরমধ্যে গত ২৫ নভেম্বর হিন্দু সাধু চিন্ময় ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করার পর উত্তেজনা আরও বাড়ে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি বিবৃতির পর তা রাজপথে বিক্ষোভেও গড়িয়েছে।

সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এমনই এক বিক্ষোভ থেকে বাংলাদেশ মিশনে হামলা হয়। হামলাকারীরা দূতাবাসে ভাংচুর চালানোর পাশাপাশি বাংলাদেশের পতাকাও পোড়ায়।

সেই ঘটনা নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিলেন ড. ইউনূস।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সব সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 December, 2024
রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 December, 2024
এনআইডির নতুন ডিজি হুমায়ুন কবীর
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 3 December, 2024
সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 3 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up