Published : Tuesday, 3 December, 2024 at 4:36 PM, Update: 03.12.2024 5:56:34 PM
ভারতে অবস্থিত বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা-ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল ৩টা ৫৬ মিনিটের দিকে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগরতলা সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা-ভাঙচুর ও ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনায় ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।
এর আগে হাইকমিশনে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কয়েকটি মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে কড়া প্রতিবাদের সঙ্গে নোট পাঠায় বাংলাদেশ।